মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

ফাইনালে বাংলাদেশের সামনে চাইনিজ তাইপে

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালে বাংলাদেশের সামনে চাইনিজ তাইপে

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে চাইনিজ তাইপের। আজ পল্টনের শহীদ? নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। টানা তৃতীয়বারের মতো এ টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগের দুবার চ্যাম্পিয়ন হয়েছে। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ফাইনালে চাইনিজ তাইপের মুখোমুখি হবেন তুহিন তরফদাররা।

গতকাল প্রথম সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে (তিনটি লোনাসহ) হারায়। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ১৭-১১ পয়েন্টে এগিয়ে ছিল। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন অধিনায়ক তুহিন তরফদার (তুহিন ও মিজানুর করেন সর্বোচ্চ ১১ পয়েন্ট করে)। এ আসরে এ নিয়ে সর্বোচ্চ তিনবার ম্যাচসেরা হলেন তিনি। জাতীয় খেলা কাবাডির লড়াই দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বেশ কিছু দর্শক। দলের জয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন তারা।

গতকাল দ্বিতীয় সেমিফাইনালে চাইনিজ তাইপে ৫২-৪৪ পয়েন্টে ইরাককে হারিয়েছে। প্রথমবার টুর্নামেন্টে খেলতে এসেই ফাইনাল নিশ্চিত করল চাইনিজ তাইপে। প্রথমার্ধ্বে ৩১-১৬ পয়েন্টে এগিয়ে ছিল তারা।

 

 

সর্বশেষ খবর