মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

গোল উৎসব বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

গোল উৎসব বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দূরন্ত জয়ে শুরু করেছেন বাংলাদেশের মেয়েরা। গতকাল কমলাপুর স্টেডিয়ামে ভুটানকে ৮-১ গোলে হারিয়েছেন রুমা আক্তাররা। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দেন মেয়েরা। দর্শকদের মাতিয়ে রাখেন সারাক্ষণ। ম্যাচের প্রথমার্ধ্ব শেষ হওয়ার আগেই প্রতিপক্ষের জালে ৪ গোল দেন তারা।

শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলেন বাংলাদেশের মেয়েরা। ১৬ মিনিটে তৃষ্ণা রানীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ছোটো ডি বক্সের ভিতর থেকে সহজেই গোলটা করেন তৃষ্ণা। ২৮ মিনিটে ফের তৃষ্ণার ঝলকে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। এবার বাম দিক থেকে আক্রমণে গিয়ে ডি বক্সের ভিতরে ঢুকে জোরালো শটে বল জালে জড়ান তিনি। ৩৫ মিনিটে ফ্রি কিকে বল পেয়ে হেডে গোল করেন সুলতানা আক্তার। ৪২ মিনিটে ম্যাচের চতুর্থ গোল করেন সৌরভী আখন্দ প্রীতি। প্রথমার্ধ্বে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধ্বেও ছন্দময় ফুটবল উপহার দেন রুমা আক্তাররা। দলের পঞ্চম গোলটা করেন থুইনুই মারমা। ম্যাচের ৬০ মিনিটে ডি বক্সে ঢুকে গোলটা করেন তিনি। ৬১ মিনিটে দলের পক্ষে ষষ্ঠ গোল করেন মুন্নী। গোলের বন্যায় ভেসে যায় ভুটান। ৬৪ মিনিটে ভুটান একটা গোল শোধ করে। প্রিয়া গ্যালি অনেকটা পথ দৌড়ে এসে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলটা করেন। ৭৭ মিনিটে থুইনুই মারমা দলের সপ্তম গোল করেন। ৮৫ মিনিটে সাগরিকার গোলে ব্যবধান ৮-১ করে বাংলাদেশ। একটা গোল বাতিল না হলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর