মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

যেখানে আসিফই সেরা

ক্রীড়া প্রতিবেদক

যেখানে আসিফই সেরা

স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেছে। এত দিনেও আন্তর্জাতিক গেমসগুলোয় চোখে পড়ার মতো সাফল্য নেই বাংলাদেশের। তবু হাতেগোনা কিছু সোনা এসেছে ব্যক্তিগত ও দলীয়ভাবে। অবশ্য এখন পর্যন্ত অলিম্পিক গেমসে কোনো পদকই জিততে পারেনি। সাফ গেমস থেকে ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ প্রথম সোনা জয়লাভ করে। ১৯৮৫ সালে অ্যাথলেটিকসে ১০০ মিটারে সোনা জিতে দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব হন শাহ আলম। ১৯৮৭ সালেও এ রেকর্ড ধরে রাখেন তিনি। বিমল তরফদারও ১৯৯৩ সালে দ্রুততম মানব হন। সাঁতারু মোশাররফ হোসেনের ১৯৮৫ সাফ গেমসে পাঁচ সোনা জয়ের রেকর্ড রয়েছে। সাউথ এশিয়ান গেমসে যে রেকর্ড এখনো কারও পক্ষে ভাঙা সম্ভব হয়নি। বাংলাদেশের সোনা জয়ের প্রসঙ্গ উঠেছে আর্চারির সাফল্য ঘিরে। রবিবার বাংলাদেশের হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী এশিয়াকাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং (স্ট্রেজ ওয়ান) টুর্নামেন্টে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছে। গত বছর মার্চে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে বাংলাদেশ সোনা জিতেছিল। সাউথ এশিয়ান গেমসে ১০টি বিভাগের মধ্যে ১০ সোনা জয়ের রেকর্ড রয়েছে আর্চারির। সোনা জিতেছে সাফ ও ইসলামী সলিডারিতেও। রোমান সানাতো রীতিমতো চমকে দিয়েছিলেন ২০১৯ সালে নেদারল্যান্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপে বৌঞ্জ পদক জিতে। বাংলাদেশের ইতিহাসে রোমান ছাড়া বিশ্বকাপে পদক জয়ের রেকর্ড নেই। আর্চারি একাধিক সোনা বা অন্য পদক জেতায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে ব্যক্তিগত ও দলীয়ভাবে আর্চারির কি সেরা প্রাপ্তি এনে দিয়েছে।

না ব্যক্তিগত প্রাপ্তি যদি বলতে হয়; তাহলে আসিফ হোসেন খান এগিয়ে থাকবেন। এটা ঠিক ১৯৯০ সালে অকল্যান্ড কমনওয়েলথ গেমসে শুটিংয়ে প্রথম সোনা আসে। তবে তা যৌথ প্রচেষ্টায়। সেবার আতিকুর রহমান ও আবদুস সাত্তার নিনি ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে দুজনার সোনা জেতেন। কমওয়েলথ গেমসে প্রথম সোনা জেতায় তারা ইতিহাসে জায়গা নিলেও বাংলাদেশের সেরাপ্রাপ্তিটা আসিফেরই। ২০০২ সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে ১০ মিটার পিস্তলে সোনা জেতেন। তখন আসিফের বয়স ছিল মাত্র ১৫ বছর! কমনওয়েলথ শুটিংয়ে অনেকে সোনা জেতেন। কিন্তু কমনওয়েলথ গেমসে আসিফের পর এককভাবে এ কৃতিত্ব নেই। তাই এখন পর্যন্ত আসিফের সোনা জয়ই সেরা প্রাপ্তি। বিশ্বকাপে রোমান সানার পদক জেতাটাও গর্বের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর