শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সিশেলসও হুমকি জামালদের কাছে

ক্রীড়া প্রতিবেদক

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২ হলেও সিশেলস আছে ১ কম ২০০-তে। র‌্যাঙ্কিংয়ের বিচারে আফ্রিকার দেশটি ফুটবলে একেবারে নিচের সারির দল। তার পরও স্বস্তিতে নেই জামাল ভূঁইয়া ও তপু বর্মণরা। কেননা এই সিশেলসের আবার ফিফার স্বীকৃত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে। শ্রীলঙ্কায় চার জাতির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। বাংলাদেশও অংশ নিয়েছিল। কিন্তু শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে আলোড়ন তোলে সিশেলস। টুর্নামেন্টে বাংলাদেশ ১-১ ড্র করেছিল সিশেলসের সঙ্গে।

২০২০ সালে ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনালে জায়গা করে নেয় সিশেলস। ১৯৭৯ সালে এক টুর্নামেন্টে মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দেয় তারা। সুতরাং কেনোভাবেই সিশেলসকে দুর্বল বলা ঠিক হবে না। এই সিশেলসকে হারাতে সৌদি আরবে শিষ্যদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করেন হ্যাডিয়ের কাবরেরা। এর পরও জামাল-তপুদের কাছে হুমকিই বলা যায় সিশেলস। আগামীকাল দুই দেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে। ২৮ মার্চ শেষ ম্যাচ।

সর্বশেষ খবর