শিরোনাম
বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বিশ্ব ফুটবলের শাসক মেসি

ক্রীড়া ডেস্ক

বিশ্ব ফুটবলের শাসক মেসি

সর্বজয়ী ফুটবলার লিওনেল মেসি। ক্লাব ক্যারিয়ারে সব শিরোপা জিতেছেন। রেকর্ড ব্যালন ডি’অর, ফিফা দ্য বেস্ট জিতেছেন। ক্যারিয়ারের শেষ দিকে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জিতেছেন।

এতো এতো শিরোপা আর পুরস্কারের ভিড়ে মঙ্গলবার তার হাতে নেওয়া ছড়িটা একটু ভিন্ন। এর মাহাত্ম্যও ভিন্ন। লিও’র হাতে ওই ছড়ি দিয়ে তাকে ‘ব্যাটন অব লিডারশিপ’ খ্যাতি দেওয়া হয়েছে। যার অর্থ ‘বিশ্ব ফুটবলের নেতা’ তিনি।

 এদিকে প্যারাগুয়ে লুকে শহরে সোমবার কনমেবলের সদর দফতরে উন্মোচিত করা হয়েছে বিশ্বকাপ ট্রফি হাতে মেসির ভাস্কর্য। কনমেবল সদর দফতরে জাদুঘরে ফুটবলে দুই কিংবদন্তি ব্রাজিলের পেলে আর ৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনার ভাস্কর্য রয়েছে। এ ভাস্কর্য উন্মোচনের সময় সেখানে উপস্থিত ছিলেন মেসি নিজেই। কোপা লিবার্তা দোরেসের ড্র অনুষ্ঠানের আগে এ আয়োজনে মেসির অর্জনের স্বীকৃতি দেয় কনমেবল।

নিজের অর্জনের স্বীকৃতি পাওয়ার পর মেসি বলেন, ‘পেলে ও ম্যারাডোনা খুবই উঁচুমানের খেলোয়াড় ছিলেন। বিশ্ব কখনো তাদের ভুলবে না। তাদের পাশে আমার ভাস্কর্য এ যেন বিশ্ব জয়ের চেয়ে বড় আনন্দ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর