শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সিরিজ জয়ের আনন্দ

ব্যাটিং ব্যর্থতায় হার

শেষ টি-২০ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারলেও প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। গতকাল ট্রফি হাতে উচ্ছ্বসিত টাইগাররা। সিরিজ ২-১

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিং ব্যর্থতায় হার

টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ ছিল রেকর্ডময়। দলগত ও ব্যক্তিগত রেকর্ডে ছিল উজ্জ্বল। সহজেই দুই ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে নিয়েছিল সাকিব আল হাসানের বাংলাদেশ। সাদা চোখে গতকালের ম্যাচ ছিল আনুষ্ঠানিকতার। তবে পরিসংখ্যানের হিসাবে ম্যাচটির গুরুত্ব ছিল অন্যরকম। টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ দেওয়া ও প্রথমবারের মতো টানা ষষ্ঠ জয়ের হাতছানির রেকর্ডের জন্য ম্যাচটির আবেদন ছিল বহুমাত্রিক। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডকে হোয়াইওয়াশের হাতছানি- এমন একটি রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়ানো ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামে সাকিব বাহিনী। ৮০তম টাইগার ক্রিকেটার হিসেবে অভিষেক হয় লেগ স্পিনার রিশাদ হাসানের। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পান দীর্ঘকায় বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। আইপিএল খেলতে গতকাল রাতেই ঢাকা ছাড়ার কথা মুস্তাফিজের। দুটি পরিবর্তন নিয়ে খেলতে নেমে জয় দূরে থাক, কোনোরকম লড়াইও করতে পারেনি বাংলাদেশ। পল স্টার্লিংয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে ১২৫ রানের টার্গেট ছুড়ে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। আইরিশ অধিনায়ক স্টার্লিং এতটাই খুনে মেজাজে ব্যাটিং করেছেন যে, আইরিশরা ম্যাচ জিতেছে ৬ ওভার হাতে রেখে। ম্যাচসেরা স্টার্লিং ১৮৭.৮০ স্ট্রাইকরেটে ৪৭ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলেন। শেষটি হারলেও প্রথম দুটি জিতে নেয় যথাক্রমে ২২ ও ৭৭ রানে। ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন ডান হাতি পেসার তাসকিন আহমেদ। তাসকিনের বলেই ছক্কা মেরে আয়ারল্যান্ডকে জয় উপহার দেন কার্টিস ক্যাম্ফার।

চট্টগ্রামে আগের রাতে ভারী বৃষ্টি হয়েছিল। গতকালের সকালও ছিল বৃষ্টিভেজা। এমন পরিবেশে টস জিতে ব্যাটিং করতে নামে সাকিব বাহিনী। আগের দুই ম্যাচে সাধারণ মানের আইরিশ বোলাররা গতকাল জ্বলে ওঠেন। ৬ ওভারের পাওয়ার প্লেতেতেই টাইগারদের ব্যাকফুটে ঠেলে দেন মার্ক অ্যাডায়ার ৩ উইকেট নিয়ে। পাওয়ার প্লেতে টাইগাররা সংগ্রহ করেন ৪ উইকেটে ৪১ রান। এরপর ম্যাথু হামফ্রেস নিয়ন্ত্রিত বোলিং করলে ৯.৩ ওভারে ৬১ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সাকিব বাহিনী। সেখান থেকে দলকে একাই টেনে নেন তরুণ ব্যাটার শামীম আহমেদ পাটোয়ারী ৪২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে। ২ অঙ্কের রান করেন তিনজন। রনি তালুকদার ১৪, তৌহিদ হৃদয় ১২ ও নাসুম আহমেদ ১২। টানা দুই হাফসেঞ্চুরি করা লিটন ৫, নাজমুল শান্ত ৪, অধিনায়ক সাকিব ৬ রান করেন। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক সাকিব স্বীকার করেন ব্যাটিং ব্যর্থতার কথা, ‘আমরা ভালো ব্যাট করিনি। ক্রমাগত উইকেট হারিয়েছি। তবে আমরা যেভাবে আমাদের ক্রিকেট খেলতে চাই, তাতে এ রকম হতে পারে। আমরা যদি এ অ্যাপ্রোচ নিয়ে এগিয়ে যাই, কখনো কখনো তা কাজে লাগবে না। আজকে সেই দিন, যা কার্যকর হয়নি।’

স্টার্লিং টি-২০ সিরিজে নেতৃত্ব দিয়েছেন দলকে। গতকাল খেলেছেন অধিনায়কোচিত ম্যাচ। আগের দুই ম্যাচে ১৭ ও ০ রান করেছেন। গতকাল ৭১ রানের ইনিংস খেলার পথে শরিফুলের ১ ওভারে ২০ রান নেন। যার ১৯ (৬, ৪, ৪, ৪, ১) রানই নেন তিনি। শেষ দিকে ম্যাচ ফিনিশ করেন কার্টিস ক্যাম্ফার ৭ বলে ৯ রান করে। ম্যাচ শেষে ম্যাচসেরা স্টার্লিং বলেন, ‘আমি পরিকল্পনা করেই ম্যাচ খেলেছি। এ জয় টেস্ট ম্যাচে দলকে উজ্জীবিত করবে আশা করছি। টেস্ট দলকে শুভকামনা জানাই।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে তামিম বাহিনী। একটি ওয়ানডে ভেস্তে যায় বৃষ্টিতে। টি-২০ সিরিজ সাকিব বাহিনী জয়ী ২-১ ব্যবধানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর