১৯৯৬ এর বিশ্ব চ্যাম্পিয়ন এবং দুবারের রানার্সআপ। ক্রিকেট পরাশক্তি হিসেবেও প্রমাণিত। ইদানীং সময়টা ভালো যাচ্ছে না দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী অক্টেবর-নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না। এজন্য দ্বীপরাষ্ট্রকে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে। সরাসরি বিশ্বকাপের খেলতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের গতকালের শেষটিতে জিততেই হতো শ্রীলঙ্কাকে। কিন্তু পারেনি। ম্যাট হেনরির দারুণ ব্যাটিংয়ে হ্যামিল্টনে ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে ব্ল্যাক ক্যাপসরা। তিন ম্যাচ সিরিজের একটি বৃষ্টিতে ভেস্তে গেছে। বাকি দুটি ম্যাচ জিতে
২-০ ব্যবধানে সিরিজ জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক ভারতসহ আইসিসি সুপার লিগের শীর্ষ ৭দল। বাংলাদেশ সরাসরি খেলবে বিশ্বকাপে।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ২৪ ম্যাচের পথ চলা শেষে ৮১ পয়েন্ট নিয়ে নবমে শ্রীলঙ্কা। ২৪ ম্যাচে ১৭৫ পয়েন্ট নিয়ে সবার উপরে নিউজিল্যান্ড। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পয়েন্ট ২৪ ম্যাচে ১৫৫, স্বাগতিক ভারতের পংেন্ট ২১ ম্যাচে ১৩৯ এং চারে থাকা বাংলাদেশের পয়েন্ট ২১ ম্যাচে ১৩ জয়ে ১৩০। আগামী মে মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের শেষ সিরিজ খেলবে। যদি ৩-০ ব্যবধানে সিরিজ জিতে যায়, তাহলে পয়েন্ট হবে ১৬০। টপকে যাবে ইংল্যান্ডকে। পাকিস্তানের পয়েন্ট ২১ ম্যাচে ১৩০, অস্ট্রেলিয়ার পয়েন্ট ১৮ ম্যাচে ১২০। দলটির খেলা বাকি আরও ৬টি। শীর্ষৈ উঠার জোর সম্ভাবনা রয়েছে দলটির। আফগানিস্তানের পয়েন্ট ১৫ ম্যাচে ১১৫ এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ২৪ ম্যাচে ৮৮।