রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বিশেষ বিমানে আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

বিশেষ বিমানে আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ

শুরু হয়ে গেছে আইপিএল। গতকাল খেলার কথা ছিল বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটালসের পক্ষে খেলতে গতকাল সকালে বিশেষ বিমানে ঢাকা ছেড়ে ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। গতরাতেই দিল্লি খেলেছে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। সাকিব, লিটনের দল কলকাতা নাইট রাইডার্স খেলেছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। দুই টাইগার তারকা ক্রিকেটার আইপিএলে শুরু থেকেই খেলতে চেয়েছিলেন। কিন্তু বিসিবি দুজনকে অনাপত্তি ছাড়পত্র দেয়নি। বরং সাকিবকে অধিনায়ক ও লিটনকে সহঅধিনায়ক করে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একমাত্র টেস্টটি হবে ৪ থেকে ৮ এপ্রিল।

আইপিএলে এই প্রথম এক আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার অংশ নিচ্ছেন। তবে সবচেয়ে বেশি খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। মুস্তাফিজও খেলছেন গত কয়েকটি আসরে। মুস্তাফিজ শুরু থেকে খেলার সুযোগ পেয়েছেন টেস্ট না খেলায়। বাঁ-হাতি পেসার দুই বছর ধরে টেস্ট খেলছেন না। আইপিএলে খেলা বাংলাদেশের অপরাপর ক্রিকেটাররা হচ্ছেন আবদুর রাজ্জাক রাজ, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল। এই চার ক্রিকেটার একটি করে মৌসুম খেলেছেন আইপিএলে। বিশ্বের সবচেয়ে জমজমাট ক্রিকেট টুর্নামেন্টে সাকিব খেলছেন ২০১১ সাল থেকে। বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার টানা ৬ মৌসুম খেলেন কলকাতা নাইট রাইডার্সে। এরপর ২ মৌসুম খেলেন সানরাইজার্স হায়দরাবাদে।

 

সর্বশেষ খবর