রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

লাল বলে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মুর্শিদা

ক্রীড়া প্রতিবেদক

লাল বলে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মুর্শিদা

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এখন নিয়মিত ওয়ানডে বিশ্বকাপ খেলছে। খেলছে টি-২০ বিশ্বকাপও। দেশে নিয়মিত ওয়ানডে ও টি-২০ লিগ হচ্ছে। তবে সাদা পোশাক ও লাল বলে টেস্ট খেলেনি। ২০২১ সালে মহিলা টেস্ট খেলুড়ে দেশ হিসেবে মর্যাদা পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে এখন মহিলা টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১৩টি। লাল বল ও সাদা পোশাকের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করছে লম্বা পরিসরের ক্রিকেট বিসিএল। বিসিএলে যমুনা দলের হয়ে বাংলাদেশের মহিলা ক্রিকেট ইতিহাসের রেকর্ড বুকে নাম লিখেছেন মুর্শিদা খাতুন। পদ্মা দলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মুর্শিদা ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন ১৬০ বলে। সেঞ্চুরির ইনিংসে ছিল ১১টি চার। প্রথম হাফসেঞ্চুরি করেন ১০৩ বলে ৭ চারে। পরের হাফসেঞ্চুরি করেন ৫৭ বলে। মুর্শিদার সেঞ্চুরি ও সোবহামা মুস্তারির হাফসেঞ্চুরিতে ৫৩.৪ ওভারে ৩ উইকেটে ২১২ রান তুলে ইনিংস ঘোষণা করে যমুনা। এর আগে পদ্মার ইনিংস শেষ হয় ১৫২ রানে। রিতু মনি সর্বোচ্চ ৪০ রান করেন।

সর্বশেষ খবর