শিরোনাম
শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

টেস্ট সেরায় সাকিবের পাশে মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট সেরায় সাকিবের পাশে মুশফিক

চতুর্থদিনের প্রথম সেশনে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ১২৬ ও অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন। ৮৫ টেস্ট ক্যারিয়ারে সাবেক অধিনায়ক মুশফিক ষষ্ঠবার ম্যাচসেরা বা ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন। ৬ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন টাইগার টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও। দেশসেরা ক্রিকেটার সাকিবও ৬ বার ম্যাচসেরা হন ৬৬ টেস্ট ক্যারিয়ারে।

মুশফিক প্রথমবার ম্যাচসেরা হয়েছিলেন ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ডাবল সেঞ্চুরি করে। দ্বিতীয়বার ম্যাচসেরা হন জিম্বাবুয়ের বিপক্ষে ৬০ ও ৯৩ রানের ইনিংস খেলে। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিবিঘিœত মিরপুর টেস্টে ৬৫ রানের ইনিংস খেলে তৃতীয়বার ম্যাচসেরা হন। মুশফিক চতুর্থবার ম্যাচসেরা হন ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি করে ম্যাচসেরা হন। সাকিব ম্যাচসেরা হন ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ, ২০১০ সালে ম্যাচসেরা হন ইংল্যান্ডের বিপক্ষে, ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে, ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় এবং সবশেষ ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে ম্যাচসেরা হন।

সর্বশেষ খবর