রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

চান্দু স্টেডিয়ামের সঙ্গে বিসিবির নতুন চুক্তি

আবদুর রহমান টুলু, বগুড়া

চান্দু স্টেডিয়ামের সঙ্গে বিসিবির নতুন চুক্তি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে শহীদ চান্দু স্টেডিয়ামের সম্পর্কের অচলাবস্থার অবসান ঘটছে। আলাপ-আলোচনার মাধ্যমে বগুড়া চান্দু স্টেডিয়ামে ফিরছে ক্রিকেট এবং ভেন্যু হিসেবে বহাল থাকছে। গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবি, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ফলে আগের মতো বগুড়া স্টেডিয়ামে সব কার্যক্রম পরিচালিত হবে। বৈঠকে স্টেডিয়ামটির সংস্কারের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১ মার্চ চান্দু স্টেডিয়াম থেকে চিঠি দিয়ে জনবলসহ মালামাল গুটিয়ে নেয় বিসিবি। চিঠিতে উল্লেখ করা হয় জেলা ক্রীড়া সংস্থা থেকে অসহযোগিতার অভিযোগের কথা। অবশ্য অভিযোগ অমূলক বলে পাল্টা অভিযোগ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন। ২০০৬ সালে এ মাঠে ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। গতকাল বৈঠক শেষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন বলেন, ‘বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির ভেন্যু হিসেবেই থাকছে। সেই সঙ্গে বগুড়া স্টেডিয়ামের উন্নয়ন, ক্রীড়ার বিভিন্ন ইভেন্টের উন্নয়নে সহযোগিতাও করবে। বিসিবি কোনো শর্ত দেয়নি।’ বগুড়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সাইফুল ইসলাম জানান, সবার ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির ভেন্যু হিসেবে বহাল থাকল। গতকাল আনুষ্ঠানিকভাবে ভেন্যু হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর