সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

হঠাৎ পাতানো ম্যাচের গুঞ্জন

ক্রীড়া প্রতিবেদক

আগের সেই জনপ্রিয়তা নেই বলে ঘরোয়া ফুটবল নিয়ে তেমন আলোচনা হয় না। তবে ধানমন্ডি স্টার হোটেলে কিছুদিন আগে কয়েকজন মিলে আড্ডা মারছিলেন। বোঝা গেল তারা সবাই বন্ধু এবং ঘরোয়া ফুটবল সম্পর্কে খোঁজখবর রাখেন। পাশে বসেই বুঝতে পারছিলাম তাদের আড্ডার প্রসঙ্গ পেশাদার লিগ। একজন বলে উঠলেন এবার প্রথম লেগেই লিগের আকর্ষণ শেষ হয়ে গেছে। শীর্ষে থাকা দল কোনো ম্যাচে পয়েন্টই নষ্ট করেনি। তাদের রুখবে কে?

এ সময় আড্ডায় আরেকজন বলে উঠলেন এতটাই সহজ। দিল্লি এখনো অনেক দূর। তোরা তো জানিস আমি ওই ক্লাবে সমর্থক সংগঠকের সঙ্গে জড়িত। আমি জানি আমাদের ক্লাব চার ম্যাচে ম্যানেজ করে ফেলেছে। খেলা হবে সিরিয়াস কিন্তু কৌশল খাটিয়ে ওরা আমাদের ছেড়ে দেবে। সুতরাং লিগ নিয়ে নাটকীয়তা ঘটতে পারে। শুধু আড্ডা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে। বলা হচ্ছে প্রথম লেগে শীর্ষ এক দল কমপক্ষে চারটি পাতানো ম্যাচ খেলেছে। জানি না এসব সত্য বা মিথ্যা কি না। যেহেতু বলাবলি হচ্ছে পাতানোর বিষয়টি নিয়ে বাফুফের খতিয়ে দেখা উচিত। নাকি বাফুফের কোনো কর্মকর্তা এসবের সঙ্গে জড়িত। সবাই তো জানে পাতানো বন্ধ হয়েছে। তা এবার এ নিয়ে গুঞ্জন উঠছে কেন।

 

 

সর্বশেষ খবর