বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বিদেশে ক্যাম্প করবেন জামালরা

সাবিনাদের বেলায় টাকা নেই!

ক্রীড়া প্রতিবেদক

ফ্রান্স অলিম্পিক বাছাই পর্ব খেলতে সাবিনা খাতুনরা মিয়ানমারে যেতে পারেননি। বাফুফে কারণ দেখিয়েছে টাকার অভাবে দল পাঠানো হয়নি। এ নিয়ে ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ নিয়ে ভীষণ ক্ষুব্ধ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে ধমকও দিয়েছেন। কারও কারও ধারণা ছিল এমন অপমানের পর  কাজী সালাউদ্দিন সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন। তার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এখন তার ভাবনা নাকি শুধু সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে। যা কিছুদিন পর ভারতের ব্যাঙ্গালুরে অনুষ্ঠিত হবে। সামনে সাফকে ভীষণ গুরুত্ব দিচ্ছে বাফুফে। দেশ ছাড়াও জামাল ভূঁইয়াদের মালয়েশিয়া, জাপান পাঠিয়ে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে। প্রশ্ন হচ্ছে, অর্থ সংকটে যেখানে মেয়েদের অলিম্পিক বাছাই পর্ব থেকে বঞ্চিত করা হলো সেখানে পুরুষ দলকে বিদেশে পাঠাচ্ছে কীভাবে? এ ক্ষেত্রে অর্থের প্রয়োজন পড়বে না? নাকি খরচ বহন করবে উল্লিখিত দেশগুলো? গতকাল বাফুফের এক সহসভাপতি জানালেন, ‘এই সংকট কেটে যাবে আশা রাখি। সামনে আমরা বিভিন্ন জায়গা থেকে আনুমানিক ৫ কোটি টাকার ফান্ড পেতে পারি।’

 

 

সর্বশেষ খবর