বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পেশাদার লিগে সিশেলসের ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশে ঘরোয়া ফুটবলে অধিকাংশ দেশেরই ফুটবলার খেলেছেন। এবার যোগ হচ্ছে নতুন এক দেশ। পেশাদার লিগে মূলত আফ্রিকান ফুটবলারদের প্রাধান্য। এবার সেই মহাদেশ সিশেলসের ফুটবলারদের দেখার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে এবার তো আর সুযোগ নেই। নতুন মৌসুম খেলার জন্য কিছু ক্লাব এখনই সিশেলসের ফুটবলারদের সঙ্গে কথাও বলে রেখেছেন। ঢাকার মধ্যম সারির ক্লাবের এক কর্মকর্তা জানালেন, সিলেটে আমি দুটি ম্যাচই দেখেছি। একটা জিতেছে আরেকটি হেরেছে। তবু এতটুকু বলতে মানের দিক দিয়ে তারা বাংলাদেশের চেয়ে ভালো। তাই সিদ্ধান্ত নিয়েছি আগামী মৌসুমে কম পক্ষে দুজন সিশেলস ফুটবলার অন্তর্ভুক্ত করার। কেউ অবশ্য ফাইনাল কথা দেয়নি। দেশে ফিরে জানাবে।

আরও কয়েকটি ক্লাবও সিশেলস খেলোয়াড়দের প্রতি আগ্রহী। এর প্রধান কারণ হচ্ছে তুলনামূলকভাবে কম অর্থ দেওয়া যাবে। সেই দেশের ফুটবলাররা তেমন অর্থই পায় না। বাংলাদেশে এনে ৫-৬ লাখ পেয়ে তারা তো খেলতে রাজি হবেই।

 

সর্বশেষ খবর