প্রিমিয়ার লিগ ফুটবলে টানা চতুর্থ শিরোপা জয়ের পথে আরও অনেক দূর এগিয়ে গেল বসুন্ধরা কিংস। গতকাল মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন অস্কার ব্রুজোনের শিষ্যরা। এ জয়ে ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান আরও মজবুত করার পাশাপাশি শিরোপার ঘ্রাণ পেতে শুরু করেছে বসুন্ধরা কিংস। হাতে থাকা সাত ম্যাচের মধ্যে চারটি জিতলেই শিরোপা উৎসবে মেতে উঠবে অস্কার ব্রুজোনের দল।
গতকাল ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের গোলমুখে জোরালো আক্রমণ করতে থাকে বসুন্ধরা কিংস। রবসন রবিনহো, আসরর গফুরভ আর মিগেল ফিগেইরাদের আক্রমণে রহমতগঞ্জের ডিফেন্স লাইন বারবারই ভেঙে যায়। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় টানা তিনবারের লিগ শিরোপাজয়ীরা। মিগেল ফিগেইরার কর্নার কিক নেন। বল ক্লিয়ার করতে গিয়ে রহমতগঞ্জের তাজিকিস্তানের ফুটবলার ফাতখুল্লায়েভ হ্যান্ডবল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। রবসন রবিনহোর পেনাল্টি শট রুখে দেন রহমতগঞ্জের গোলরক্ষক মামুন আলিফ। তবে ফিরতি বল পেয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রবসন রবিনহো। লিগে চলতি মৌসুমে তিনি ৮ গোল করলেন। বসুন্ধরা কিংস দ্বিতীয় গোল পায় ম্যাচের ৩০ মিনিটে। উজবেকিস্তানের ফুটবলার আসরর গফুরভ ছোট ডি-বক্সের ভিতর থেকে ডান পায়ের আলতো টোকায় গোলটি করেন। এ গোলের পেছনের কারিগর ছিলেন রবসন রবিনহো। ডি-বক্সের বাঁ দিক থেকে ডি-বক্সে ক্রস দেন রবিনহো। প্রথমার্ধের শেষ দিকে (৪৫ মিনিট) ব্যবধান ৩-০ করেন মিগেল ফিগেইরা। ডি-বক্সের বেশ কয়েক গজ বাইরে থেকে ফ্রি কিকে বল জালে জড়ান তিনি। প্রতিপক্ষ গোলরক্ষক অনেকটা ঝাঁপিয়েও গোল বাঁচাতে পারেননি। ম্যাচের দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জ নিজেদের ডিফেন্স লাইন মজবুত করার চেষ্টা চালায়। তবে শেষরক্ষা হয়নি। ম্যাচের যোগ করা সময়ে (৯০+১) মিগেল ফিগেইরা আরও ১টি গোল করেন। ডি-বক্সের বাঁ পাশ থেকে রাকিবের কাটব্যাটে বল পেয়ে বাঁ পায়ের মাটি গড়ানো শটে বল জালে জড়ান ফিগেইরা। চলতি লিগে ৫ গোল করেছেন তিনি।
এদিকে দিনের অন্য ম্যাচে আবাহনী লিমিটেডকে ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ম্যাচের যোগ করা সময়ের একেবারে শেষ দিকে (৯৮+৮) এমানুয়েলের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা। এ পরাজয়ে লিগে শিরোপার লড়াই থেকে ছিটকেই গেল আবাহনী। ১৩ ম্যাচে আকাশি নীল জার্সিধারীরা ২৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তালিকার ২ নম্বরে। বসুন্ধরা কিংসের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখন ১০। লিগে ম্যাচ বাকি আর সাতটি করে। এবারের লিগে বসুন্ধরা কিংস এখনো কোনো ম্যাচ হারেনি। পয়েন্ট হারিয়েছে কেবল এক ম্যাচে। লিগ শিরোপা জয়ের উৎসব কি এখনই শুরু করতে পারেন বসুন্ধরা কিংসের সমর্থকরা?
১ম গোল
ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। রবসন রবিনহো পেনাল্টি শট নেন। তার শট প্রথমবার ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। তবে ফিরতি বল পেয়ে গোল করেন রবিনহো।
২য় গোল
ম্যাচের ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিংসের আসরর গফুরভ। রবসন রবিনহোর ক্রসে বল পেয়ে ছোট ডি-বক্সের ভিতর থেকে ডান পায়ের আলতো টোকায় গোল করেন গফুরভ।
৩য় গোল
মিগেল ফিগেইরার ৪৫ মিনিটের গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কিংস। ডি-বক্সের বেশ কয়েক গজ বাইরে থেকে ফ্রি কিকে গোলটি করেন ফিগেইরা।
৪র্থ গোল
ম্যাচের যোগ করা সময়ে রাকিবের কাটব্যাটে বল পেয়ে বাঁ পায়ের মাটি গড়ানো শটে গোল করেন মিগেল ফিগেইরা। বসুন্ধরা কিংসের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।