রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আজই কি নেপোলির শিরোপা উৎসব!

দিয়েগো ম্যারাডোনা ইতালির নেপলস শহরকে উৎসবে মাতিয়েছিলেন ৩৩ বছর আগে। এবার ইতালিয়ান সিরি এ লিগে শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে নেপোলির ভক্তরা শহরজুড়ে ম্যারাডোনার ছবি এঁকে তাকে স্মরণ করছেন।

ক্রীড়া ডেস্ক

আজই কি নেপোলির শিরোপা উৎসব!

ইতালিয়ান সিরি এ লিগে ৩৩ বছর আগে দিয়েগো ম্যারাডোনা যুগে শিরোপা জয় করেছিল নেপোলি। ১৯৮৯-৯০ মৌসুমের পর নেপোলি লিগ শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে শিরোপা জেতা হয়নি তাদের। কয়েকবার খুব কাছাকাছি গিয়েও লিগ জিততে পারেনি তারা। অবশেষে সিরি এ লিগ জয় করতে চলেছে নেপোলি। চলতি মৌসুমে শিরোপা প্রায় নিশ্চিত করেই নিয়েছে তারা। আজই শতভাগ নিশ্চিত করতে পারে তারা লিগ।

আজ ইতালিয়ান সিরি এ লিগে নেপোলি মুখোমুখি হচ্ছে স্যালারনিটানার। অন্যদিকে লিগের দুই নম্বরে থাকা লেজিও খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। লিগে ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে নেপোলি। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে লেজিও। আজ তারা ইন্টার মিলানের বিপক্ষে পয়েন্ট হারালে (ড্র করলে অথবা হারলে) সুযোগ আসবে নেপোলির সামনে। সেক্ষেত্রে নিজেদের ম্যাচে জিতলেই শিরোপা ঘরে তুলবে নেপোলি। ৩৩ বছরের শিরোপা খরা ঘুচতে যাচ্ছে ক্লাবের। এ আনন্দে ইতালির নেপলস শহর পুরোটাই সেজে আছে নববধূর সাজে।

 

সর্বশেষ খবর