জাতীয় দলের ক্রিকেটাররা যখন প্রস্তুতি নিচ্ছেন আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে, তখন আফিফ হোসেন ধ্রুব নিজেকে ঝালাই করছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে। আবাহনীর পক্ষে গতকাল প্রিমিয়ার লিগের সুপার লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১০১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন; যা তার ১০৬ লিস্টে ম্যাচে প্রথম সেঞ্চুরি।