অতিথি দেশ হিসেবে মধ্যপ্রাচ্যের কুয়েত অংশ নেবে তা আগেই নিশ্চিত হয়েছে। অপেক্ষা ছিল অষ্টম দল কারা? তা গতকালই সাফের কংগ্রেসে নির্ধারণ হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। ১৫ মে’র মধ্যে সবকিছু চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। দল নিয়ে অপেক্ষা বাড়ায় স্বাভাবিকভাবে পিছিয়ে গেছে ড্র। ১২ মে ড্র হওয়ার কথা থাকলেও এখন হবে ২১ মে। ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে দক্ষিণ এশিয়া ফুটবলের সেরা আসর সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। গতকাল রাজধানীর এক হোটেলে সাফ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুপস্থিত ছিল মালদ্বীপ ও পাকিস্তান।