শিরোনাম
রবিবার, ২১ মে, ২০২৩ ০০:০০ টা

ম্যানসিটির ট্রেবল কি হবে এবার!

ক্রীড়া প্রতিবেদক

ম্যানসিটির ট্রেবল কি হবে এবার!

আজ ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। দিনকয়েক আগে এ মাঠেই ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্ডিওলার দল। সেই জয়ে দারুণ এক সুযোগ এসেছে ম্যানসিটির সামনে। দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপীয়ান ট্রেবল জয়ের সুযোগ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ জয়ের সুযোগ।

আজ চেলসিকে নিজেদের মাঠে হারালেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে ম্যানসিটির। অবশ্য গত রাতে আর্সেনাল নিজেদের ম্যাচে হেরে থাকলে ম্যানসিটির শিরোপা এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। সে ক্ষেত্রে নিজেদের মাঠে শিরোপা উৎসব করতেই নামবে তারা।

ম্যানচেস্টার সিটি ২০১৮-১৯ মৌসুমে ট্রেবল জয় করতে পারত। সেবার তারা ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি এফএ কাপও জয় করে। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্ভাগ্যজনকভাবে কোয়ার্টার ফাইনালে হেরে যায় টটেনহ্যামের কাছে। চার বছর আগের সেই আক্ষেপ কী দূর করতে পারবে এবার ম্যানসিটি! লিগ শিরোপা প্রায় নিশ্চিত হয়েই গেছে। এবার এফএ কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পালা। এফএ কাপের ফাইনালে শহুরে প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানসিটি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলানের। আক্রমণের কৌশল, জমাট বাঁধা বরফের মতো ডিফেন্স লাইন এবং শক্তিশালী মিডফিল্ড বিশ্বসেরা করে তুলেছে ম্যানসিটিকে। ‘মাস্টার মাইন্ড’ হিসেবে কাজ করছেন পেপ গার্ডিওলা।

সর্বশেষ খবর