রবিবার, ২১ মে, ২০২৩ ০০:০০ টা

১১ বছর পর মিরপুরে নিগাররা

ক্রীড়া প্রতিবেদক

১১ বছর পর মিরপুরে নিগাররা

বাংলাদেশের মহিলা ক্রিকেটারদের খেলাগুলো নিয়মিত আয়োজিত হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সালমা খাতুন, জাহানারা আলমরা একসময় নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলতেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। মাঝের ১১ বছর দর্শক হয়ে খেলা দেখেছেন। প্রায় এক যুগ পর নারী দল পুনরায় মিরপুরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাবে। আগামী জুলাইয়ে ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে। দুই সংস্করণের ম্যাচগুলো নিগার সুলতানা, লতা মন্ডল, জাহানারা, ফাহিমারা খেলবেন হারমানপ্রীত বাউর, স্মৃতি মান্ধানাদের বিপক্ষে মিরপুরে। বিসিবি ওমেন্স উইং সূত্র জানিয়েছে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে ভারতীয় মহিলা দল জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকা আসবে। যদিও সিরিজ দুটির সূচি চূড়ান্ত হয়নি। মিরপুরে মহিলা দল সর্বশেষ খেলেছিল ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল মহিলা দল। ভারত ঢাকায় আসবে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ খেলতে। বাংলাদেশ এখন পর্যন্ত আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে দুটি সিরিজের ৬ ম্যাচ খেলেছে। হেরেছে দুটি। বাকি চারটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বিপরীতে ৬ ম্যাচের সবগুলো জিতে সবার ওপরে রয়েছে। 

সর্বশেষ খবর