শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের টানা চারে সঙ্গী তাঁরা

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসের টানা চারে সঙ্গী তাঁরা

কিংস অ্যারিনায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে তিন ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। সেই সঙ্গে ৭৫ বছরের লিগে প্রথম দল হিসেবে টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে নতুন এক ইতিহাস গড়েছে। কিংসে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের সঙ্গী হয়েছেন অনেকেই। কিন্তু চারজন ফুটবলার ব্যতিক্রমী রেকর্ড গড়েছেন। যা কখনো হয়নি। বসুন্ধরা কিংসে টানা চার শিরোপার সঙ্গী হয়েছেন তাঁরা। ২০১৮-১৯ মৌসুমে পেশাদার লিগে অভিষেক হয় কিংসের। সেবার চার খেলোয়াড় যোগ দেন নবাগত বসুন্ধরা কিংসে। চট্টগ্রাম আবাহনী থেকে আসেন তৌহিদুল আলম সবুজ ও মাসুক মিয়া জনি। সেই মৌসুমে কিংসকে নেতৃত্বও দেন সবুজ। গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও আক্রমণ ভাগের খেলোয়াড় মতিন মিয়া যোগ দেন সাইফ স্পোর্টিং থেকে। আগের মৌসুমে লিগে সাইফের হয়ে দৃষ্টিনন্দন এক গোলও করেন মতিন। গতকাল কিংসের শিরোপার জয়ের সঙ্গে সঙ্গে রেকর্ড বুকে জায়গা করে নেন তারা।

সর্বশেষ খবর