রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

এবার জাতীয় দলে কিংসের মোরসালিন!

ক্রীড়া প্রতিবেদক

এবার জাতীয় দলে কিংসের মোরসালিন!

সাফ চ্যাম্পিয়নশীপ প্রাথমিক স্কোয়াডে প্রথমে ছিলেন ৩৫ জন। এ তালিকা কমিয়ে এখন সংখ্যা দাঁড়িয়েছে ৩০-এ। চূড়ান্ত দল হবে ২৩ জন নিয়ে। ১০ জুন পর্যন্ত ক্যাম্প চলবে। ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে তাদের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখান থেকে সরাসরি বেঙ্গালুরু যাবেন কাবরেরার শিষ্যরা।

এই সাফ চ্যাম্পিয়নশিপেই জাতীয় দলে অভিষেক হতে পারে বসুন্ধরা কিংসের তরুণ ফুটবলার শেখ মোরসালিনের। কিংস অ্যারিনায় বসুন্ধরা কিংসের শিরোপা নির্ধারণী ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে দারুণ খেলেছেন এই তরুণ। তারই অসাধারণ গোলে প্রথমার্ধে লিডে থাকে কিংস। এবারের লিগে এটিই ছিল মোরসালিনের সেরা একাদশে শুরু থেকে খেলা। নিজে গোল করেছেন, সতীর্থদের করিয়েছেন। এক ম্যাচেই কোচ ক্যাবরেরার মন জয় করে নিয়েছেন। দুই দিন পরই তাকে প্রাথমিক স্কোয়াডে নেওয়া হয়। বড় আসরে মোরসালিনের আগমন বেশি দিনের নয়। তৃতীয় বিভাগ লিগে দারুণ খেলেন তরুণ এই ফুটবলার। পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে কিংসের সভাপতি ইমরুল হাসান গত মৌসুমে তাকে দলে নেন। অবশ্য দ্বিতীয় লেগে ধার দেয় মোহামেডানকে। এবার মোরসালিনকে ফিরিয়ে কিংসের পক্ষে দুই ম্যাচ খেলে প্রাথমিক স্কোয়াডে ডাক পান। অনেকেই বলছেন জাতীয় দলে তার জায়গা নিশ্চিত। গত বছর দ্বিতীয় লেগে মোরসালিনকে মোহামেডানে ধার দিয়েছিল কিংস। তিনিই কিনা কিংসের বিপক্ষে দারুণ গোল করে আলোচিত হয়ে ওঠেন।

সর্বশেষ খবর