ভারতীয় সিনিয়র ক্রিকেটারদের সমালোচনা করেছেন সুনীল গাভাস্কার। রোহিত শর্মা-বিরাট কোহলিদের খামখেয়ালিপনায় দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত চ্যাম্পিয়ন হতে পারেনি। গাভাস্কার বলেন, ‘আমার মনে হয় মাঠে সিনিয়ররা মনোযোগী নন। বিশেষ করে যাদের ওপর বড় দায়িত্ব, সেই রোহিত ও কোহলি আমাকে হতাশ করছেন। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ হলেও ভারত কী যে করবে, দুশ্চিন্তায় আছি।’