এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫০ বল খেলে ১৪৪ রান করেন মুশফিক। ৮টি চার ছাড়াও তার ইনিংসে ছিল ৩টি ছক্কার মার। এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস লিটন দাসের। তিনি ১১৭ বলে ১২১ রান করেন ভারতের বিপক্ষে।