শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিয়মিতদের অনুপস্থিতিতে ডাক পেয়েছেন সৌম্য

ক্রীড়া প্রতিবেদক

নিয়মিতদের অনুপস্থিতিতে ডাক পেয়েছেন সৌম্য

বাংলাদেশের মাটিতে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলছে নিউজিল্যান্ড। সিরিজ শেষ করে টাইগাররা ৩টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলতে নিউজিল্যান্ড যাবে। সফরে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সফরে দুই ফরম্যাটেই ডাক পেয়েছেন বাঁ হাতি ড্যাসিং ক্রিকেটার সৌম্য সরকার। ছন্দে না থাকার পরও সৌম্যর ডাক পাওয়ায় অবাক হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। গতকাল সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সৌম্যর দলভুক্তির ব্যাখ্যা দেন নির্বাচক হাবিবুল বাশার। নির্বাচক বাশার জানান, অনেক ক্রিকেটারদের অনুপস্থিতিতে বাধ্য হয়ে সৌম্যকে নিতে হয়েছে, ‘আসলে আমাদের কিছু ফোর্সফুল পরিবর্তন করতে হয়েছে। মাহমুদুল্লাহ নেই, সাকিব আল হাসানকে পাওয়া যাচ্ছে না, অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা আমাদের কমে গেছে। নিউজিল্যান্ড সফর সব সময়ই আমাদের জন্য কঠিন। সেখানে আমরা অনেক স্ট্রাগল করি। এমন বিবেচনায় আমাদের মনে হয়েছে, এমন কাউকে নেওয়া উচিত, যাদের সেখানে খেলার অভিজ্ঞতা রয়েছে। এমন বিবেচনাতেই সৌম্যকে নেওয়া হয়েছে। এ ছাড়া তার অলরাউন্ডিং বিষয়টিও বিবেচনায় এসেছে।’

সর্বশেষ খবর