শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ছয়ে থেকেও আলোচনায় রহমতগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

ছয়ে থেকেও আলোচনায় রহমতগঞ্জ

পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে পেশাদার ফুটবল লিগে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। শক্তির বিচারে কিংসের এ অবস্থান স্বাভাবিক। পাঁচ ম্যাচে দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। ৪ পয়েন্ট পেছনে থেকে বসুন্ধরা কিংসের সঙ্গে মোহামেডানের অপরাজিত থাকাটা আশ্চর্যের নয়। টেবিলে ৬ নম্বর অবস্থানে থাকলেও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডসের এখনো না হারাটা বিস্ময়ই বলা যায়। ফেবারিট ঢাকা আবাহনী দুই হার ও এক ড্রয়ে যেখানে ৩-এ রয়েছে, সেখানে রহমতগঞ্জের পাঁচ ম্যাচে ড্র অবশ্যই কৃতিত্বের। লিগের প্রথম ম্যাচেই তারা ড্র করে রুখে দিয়েছে ঢাকা আবাহনীকে। এরপর ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম আবাহনী, ফটিস এফসি ও পুলিশ এফসির বিপক্ষে ড্র করেছে পুরান ঢাকার প্রাচীনতম ক্লাবটি।

বসুন্ধরা কিংস অ্যারিনায় শেখ রাসেল ক্রীড়া চক্র আজ রহমতগঞ্জের বিপক্ষে লড়বে। এবিজি পেশাদার লিগে দুই দলেরই এটি ষষ্ঠ ম্যাচ। শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে লিগে শুভসূচনা করেছিল শেখ রাসেল। এর পরই ছন্দ হারিয়ে ফেলে। পুলিশ ও ঢাকা আবাহনীর কাছে তারা হার মেনেছে। মোহামেডান ও ফটিসের সঙ্গে ড্র করেছে। পাঁচ ম্যাচে গোলব্যবধানে পিছিয়ে শেখ রাসেলের অবস্থান ৮। তবু শক্তির বিচারে আজ শেখ রাসেল ফেবারিট। পারবে কি অপরাজিত থাকা রহমতগঞ্জকে হারিয়ে জয়ে ফিরতে? নাকি হার না মানা অবস্থায় থাকবে পুরান ঢাকার দলটি?

সর্বশেষ খবর