দেশের সেরা আর্চার রোমান সানা জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরই খেলোয়াড়রা কতটা কষ্টে জীবনযাপন করছেন তা বের হয়ে আসছে। সাকিব আল হাসানের নৈপুণ্য বিশ্ব জানতে পেরেছে ক্রিকেটে কতটা বাংলাদেশও শক্তিশালী দল। তেমনভাবে আর্চার রোমান সানাও বাংলাদেশকে চিনিয়েছেন। ব্যক্তিগত পর্যায়ে বিশ্ব প্রতিযোগিতায় রোমান যে সাফল্য পেয়েছেন তা বাংলাদেশের কোনো খেলোয়াড়ই পাননি। ২০১৯ বিশ্বকাপ আর্চারিতে সাফল্য পেয়ে বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক গেমসে সরাসরি কোয়ালিফাই করেছিলেন। যা স্বপ্নকেও হার মানিয়েছে। এ ছাড়া ২০২১ বিশ্বকাপে দিয়া সিদ্দিকীকে সঙ্গী করে রিকার্ভ মিশ্র দ্বৈত ফাইনালে উঠে চমক দেখান। এশিয়ান আর্চারিতে দাপটের স্বাক্ষর রাখেন রোমান। সাকিব ও রোমান দুজনই সুপার স্টার। অথচ তাদের বেতন বৈষম্য অবাক করার মতো। এটাও ঠিক ক্রিকেটের মতো জনপ্রিয় খেলার সঙ্গে আর্চারির তুলনা চলে না। কিন্তু তাই বলে বিশ্ব পরিচিত আর্চার রোমানের বেতন মাত্র ৩০ হাজার টাকা হবে তা কি মানা যায়? অনেকের ধারণা ছিল রোমানের বেতন কম করে হলেও ১ লাখ টাকা। রোমান হঠাৎ অবসর নেওয়ার পর অনেকে বলছেন সম্প্রতি ইরাকে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাদ পড়ায় অভিমানে সরে দাঁড়ান। হতে পারে ঘটনা সত্য। কিন্তু তার ভিতরে কতটা যে কষ্ট ও মানসিক যন্ত্রণায় আছেন তা কি কেউ ভেবে দেখেছেন। অল্প দিনে তিনি তো দেশকে কম দেননি। তাকে কী দিচ্ছি? ফেডারেশন নিশ্চয় বলবে আমাদের ফান্ড কোথায়? সরকারের তো মান বিচার করে বেতন ব্যবস্থা করা উচিত। রোমান অবসরের পর অনেকে তাকে ধন্যবাদ জানিয়েছেন। কেননা এটাকে তারা প্রতিবাদ হিসেবে দেখছেন। অন্য খেলোয়াড়দের বেতনের হাল তো আরও করুণ। ক্রিকেট, ফুটবল বা হকি এ তিন খেলা ছাড়া অন্যরা তো মানবেতর জীবনযাপন করছেন। ক্রীড়ামন্ত্রী এ নিয়ে ভাববেন কি না সেটাই প্রশ্ন।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
রোমানের অবসর
বেরিয়ে আসছে আসল রহস্য
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর