প্যারিস অলিম্পিকে ছেলেদের রাগবিতে সোনার পদক জয় করেছে ফ্রান্স। ফাইনালে তারা ফিজিকে হারিয়েছে ২৮-৭ ব্যবধানে। ব্রোঞ্জ পদকের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৬-১৯ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছেলেদের রাগবিতে ফ্রান্স সোনা, ফিজি রুপা ও দক্ষিণ আফ্রিকা ব্রোঞ্জ পদক জয় করেছে। অলিম্পিকে রাগবি যোগ হয়েছে ২০১৬ সাল থেকে। রিও অলিম্পিক ও টোকিও অলিম্পিকে সোনার পদক জয় করে ফিজি। এবার তাদের আধিপত্য শেষ করল ফরাসিরা। মেয়েদের রাগবি গতকাল থেকে শুরু হয়েছে প্যারিস অলিম্পিকে। অলিম্পিকে মেয়েদের রাগবিতে ২০১৬ সালে অস্ট্রেলিয়া এবং ২০২১ সালে নিউজিল্যান্ড সোনা জয় করে।