চলে গেলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্প। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। থর্পের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইসিবি। ১৯৯৩ থেকে ২০০৫ পর্যন্ত ইংল্যান্ডের ১০০টি টেস্ট খেলেন গ্রাহাম। ৪৪-৬৬ গড়ে ব্যাটিং করে ৬ হাজার ৭৪৪ রান করেছেন। তিনি ৮২টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। ইসিবি এক বিবৃতিতে লিখেছে - ‘ক্রিকেট বিশ্ব তার মৃত্যুত শোকে কাতর। এই অভাবনীয় কঠিন সময়ে আমাদের হৃদয় তাঁর স্ত্রী আমান্ডা, সন্তান, বাবা, পরিবার এবং বন্ধুত্বের সহানুভূতি জানাচ্ছি।