বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

এক হাতে টেবিল টেনিস

এক হাতে টেবিল টেনিস

প্যারিস অলিম্পিক গেমসে আলাদাভাবে নজর কাড়লেন ব্রুনা আলেকজান্দ্রে। ব্রাজিলিয়ান এ নারী প্রতিযোগী টেবিল টেনিস খেলে দর্শকদের মুগ্ধ করেছেন। অন্য সব খেলোয়াড়ের মতোই স্ম্যাশ আর চপ করেন আলেকজান্দ্রে। তবে তার সার্ভ করার ধরনটা ছিল অন্যরকম। বাঁ হাতে ব্যাটের সঙ্গে বলটা ধরে ওপরে তোলেন। বাঁ হাতেই এরপর সার্ভ করেন। অবশ্য এ ছাড়া উপায়ও নেই। কেননা তার ডান হাতটিই নেই। তিন বছর বয়সেই আলেকজান্দ্রের ডান হাত কেটে ফেলতে হয় থ্রম্বোসিসের কারণে। তবু দমে যাননি ২৯ বয়সি এ টেবিল টেনিস খেলোয়াড়। তিনি বলেন, ‘এক হাত নেই, তবু স্বপ্ন ছিল অলিম্পিক গেমসে খেলার। ব্রাজিলকে প্রতিনিধিত্ব করায় আমি গর্বিত। এবার যখন আমাকে অলিম্পিক গেমসের জন্য নির্বাচিত করা হলো। তখন আমার আনন্দের সীমা ছিল না। কেননা আমি যে দলের সুযোগ পাবো তা ভাবতেই পারিনি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর