শিরোনাম
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশের সিরিজ জয়ের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের সিরিজ জয়ের ম্যাচ

থিম্পুতে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের ফুটবলাররা

টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ। ফুটবলে অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন। ক্রীড়াঙ্গনে সময়টা ভালোই যাচ্ছে বাংলাদেশের। আজ আরেকটি প্রাপ্তিযোগ হতে পারে। ফুটবলে জাতীয় দল ভুটানের বিপক্ষে সিরিজ জয়ের অপেক্ষায়। থিম্পুতে অনুষ্ঠিত ফিফা টায়ার-১ প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে পরাজিত করেছে ভুটানকে। আজ ড্র করলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। কিন্তু তপু বর্মণরা চান জয় দিয়েই সিরিজ জিততে। ভুটানকে হোয়াইটওয়াশ করতে নামবে লাল-সবুজের দল। সেরাটা দিয়েই গাইবে জয়গান।

পরিসংখ্যানে বাংলাদেশ অনেক এগিয়ে। ১৪ ম্যাচে ১২ জয়, ১ ড্র ও ১টি ম্যাচ জিতেছে ভুটান। ২০১৬ সালে ভুটান রীতিমতো চমকে দিয়েছিল বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। যারা বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারত না তারাই কি না মামুনুল-এমিলিদের ৩-১-এ হারিয়ে দিল! এ হারে বাংলাদেশের মাথা নিচু হয়ে যায়।

সুতরাং পরিসংখ্যানে যতই এগিয়ে থাকুক না কেন, ভুটানকে কোনোভাবে হালকা করে দেখার উপায় নেই। তা ছাড়া প্রথম ম্যাচ জিতলেও মন ভরাতে পারেনি বাংলাদেশ। শুরুতেই মোরসালিনের গোলে এগিয়ে গিয়েছিল। গোল হয় ভুটানের গোলরক্ষকের ভুলে। আজ জয়ের ধারা ধরে রাখতে বাংলাদেশকে সেরা খেলাটাই খেলতে হবে। কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘প্রথম ম্যাচ জিতে ছেলেদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। দ্বিতীয় ম্যাচে গতিময় বাংলাদেশের দেখা মিলবে। গোলের সুযোগ হাতছাড়া করা যাবে না। রক্ষণভাগেও সতর্ক থাকতে হবে। সব মিলিয়ে কমপ্লিট ফুটবল বলতে যা বোঝায় সেটাই খেলতে হবে।’

প্রথম ম্যাচের জয়ের নায়ক শেখ মোরসালিন বলেছেন, ‘জিততেই মাঠে নামব। ওরাও ভালো দল। আশা করি দর্শক উপভোগ্য ম্যাচ দেখতে পাবেন।’

 

সর্বশেষ খবর