সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু ভারতের কাছে হার ও মালদ্বীপের বিপক্ষে ড্র করে ১৭ বয়সি সাফে বাংলাদেশের সেমিফাইনাল অনিশ্চিত হয়ে পড়েছিল। গতকাল ভারতের সঙ্গে মালদ্বীপ ড্র করলেই বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে যেত। যাক টিকে থাকল টিটুর শিষ্যরা। ভুটানে চ্যাং লিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত ৩-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে। মালদ্বীপের এই হারে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে ভারতের কাছে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে এগিয়ে থেকেও ফের শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ ড্র করে। কোনো ম্যাচ না জিতেই সেমিতে খেলা ভাগ্যই বলা যায়। তবে কোচ সাইফুল বারী টিটু তা মানতে নারাজ। তিনি বলেন, ‘ফুটবলে এমন হতেই পারে। এখন আমাদের লক্ষ্য থাকবে সেমিতে সেরাটা দিয়ে ফাইনালে ওঠা।’ টিটু বলেন, ‘গ্রুপের দুই ম্যাচেই আমরা ভালো খেলেছি। জিততে পারিনি। এখন ভুল শুধরে খেলতে চাই।’