ফিফা বিশ্বকাপ-২০২৬-এর বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে প্রতিপক্ষ ভেনেজুয়েলার মাঠে বৃহস্পতিবার ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও পেনাল্টি মিস করেন ভিনিসাস জুনিয়র। এদিকে শুরুতে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে প্যারাগুয়ের কাছে হেরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বে এটি মেসিদের তৃতীয় হার। এর আগে কলম্বিয়ার সঙ্গে ২-১ এবং উরুগুয়ের সঙ্গে ২-০ ব্যবধানে হেরেছে মেসির আর্জেন্টিনা। তবে প্যারাগুয়ের সঙ্গে হারলেও এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিওনেল স্কালোনির দল। ১১ ম্যাচে ৭ জয়, ৩ হার ও এক ড্রয়ে ২২ পয়েন্ট তাদের। অন্যদিকে আসরে এটি ব্রাজিলের দ্বিতীয় ড্র। এর আগে কলম্বিয়ার সঙ্গে ১-১ ড্র করলেও হেরেছে চার ম্যাচে। প্যারাগুয়ের ১-০, আর্জেন্টিনার ১-০, কলম্বিয়ার ২-১ এবং উরুগুয়ের কাছে ২-০ গোলে হারে দরিভালের দলটি। এ ড্রয়ে তালিকার এক ধাপ ওপরে উঠে তিনে ব্রাজিল। সমান ১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ১৭। আর্জেন্টিনাকে হারিয়ে পাঁচে উঠে এসেছে প্যারাগুয়ে, ভেনেজুয়েলার অবস্থান সাতে। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা কলম্বিয়ার ১৯ পয়েন্ট। চারে উরুগুয়ে।
ভেনেজুয়েলার মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন, আজকাল ছোট ও বড় দলের মধ্যে তিনি পার্থক্য দেখেন না। সেই কথাই যেন প্রমাণ করল ব্রাজিল। বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে বেশ আক্রমণাত্মক ফুটবলের ঝলক দেখায় ব্রাজিল। ৪৩ মিনিটে রাফিনিয়ার গোলে দরিভাল জুনিয়রের দল এগিয়ে যায়। ফ্রি কিক থেকে গোলটি করেন বার্সার এ ফরোয়ার্ড। পরে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সমতা ফেরান তেলাস্কো সেগোভিয়া। তবে ৫৯ মিনিটে পেনাল্টি মিস করে জয়সূচক গোলটি করা হয়নি ভিনির। দলের কার্যকরি ভূমিকা ঠিকঠাক পালন করতে পারেনি রিয়াল মাদ্রিদ তারকা। অন্যদিকে প্যারাগুয়ের চমৎকার ফুটবলের সামনে খুঁজেই পাওয়া গেল না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ভুগল বল দখলে রাখতে, পরিষ্কার সুযোগ তৈরি করতে। উজ্জীবিত ফুটবলে লিওনেল স্কালোনির দলকে হারিয়ে দিল প্যারাগুয়ে। লাউতারো মার্টিনেজের গোলে ১১ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে গোল পরিশোধে বেশি সময় খরচ করেনি স্বাগতিকরা। ১৯ মিনিটে দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে আন্তোনিও সানাব্রিয়া সমতা ফেরান। পরে জয়সূচক গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৪৭ মিনিটে গোমেসের ফ্রি কিকে ছুটে গিয়ে আলদেরেতে ডাইভিং হেডে খুঁজে নেন জাল।