চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরের আয়োজক বাংলাদেশ। ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির নাম ছিল আইসিসি নক আউট ট্রফি। এরপর দুই বছর পরপর অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি। সর্বশেষ টুর্নামেন্ট হয়েছিল ২০১৭ সালে। সাত বছরের দীর্ঘ বিরতির পর আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে বসছে ৮ জাতির চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশও অংশ নেবে আসরে। ট্রফিটি অংশগ্রহণকারী দেশগুলোতে প্রদর্শন করা হবে জনসাধারণের জন্য। সেই ধারাবাহিকতায় ৯-১৩ ডিসেম্বর বাংলাদেশে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ট্রফিটি। সারা দেশে জনগণকে দেখানো হবে ট্রফিটি। জনসাধারণকে প্রদর্শনের জন্য ১২ ডিসেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ট্রফি।
এর আগে বিশ্বকাপ ফুটবলের ট্রফি প্রদর্শিত হয়েছে বসুন্ধরা সিটিতে। ওয়ানডে বিশ্বকাপের ট্রফিও প্রদর্শিত হয়েছে।