শ্রীলঙ্কা এবং মালয়েশিয়াকে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার ফোরে আসে বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে ৮ উইকেটে হেরে সুপার ফোরের যাত্রাটা ভালো হলো না সুমাইয়াদের। গত ম্যাচে মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে ১২০ রানের বিশাল জয় পায় মেয়েরা। গতকাল এই দলটিই বড় হারের স্বাদ নিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করল। পাত্তাই পায়নি ভারতের কাছে। অবশ্য হার দিয়ে সুপার ফোর শুরু করলেও প্রথম রাউন্ডে শ্রীলঙ্কাকে হারিয়ে পাওয়া ২ পয়েন্ট আছে বাংলাদেশের হিসেবে। যার কারণে আজ সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলেই ফাইনাল খেলতে পারবে বাঘিনীরা। কুয়ালালামপুরের টস হেরে ভারতের বিপক্ষে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮০ রান তোলে সুমাইয়ারা। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আয়ুশী শুক্লা। জবাবে ব্যাট করতে নেমে ১২.১ ওভারেই এই রান পেরিয়ে যায় ভারতীয়রা।
২২ রানের মধ্যে ভারতের প্রথম দুই উইকেট তুলে নিয়ে একটু আশা জাগান বাংলাদেশের লেগ স্পিনার আনিসা আক্তার। কিন্তু ৬৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকেই ছিটকে দেন গোঁগাদি তৃষা এবং নিকি প্রসাদ। ৫৮ রান করেন তৃষা। অধিনায়ক নিকির ব্যাটে আসে ২২ রান।