নারী অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো আম্পায়ারিং করবেন বাংলাদেশের সাথিয়া জেসি। মালয়েশিয়ায় হতে যাওয়া এই আসরে বাংলাদেশ থেকে প্রথম নারী আম্পায়ার হিসেবে আইসিসির কোনো ইভেন্টে দায়িত্ব পালন করবেন তিনি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিশ্বকাপের জন্য ২০ জন ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে চারজন ম্যাচ রেফারির পাশাপাশি থাকছেন ১৬ জন আম্পায়ার, যেখানে জায়গা পেয়েছেন জেসি।
এর আগে ২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারীদের এশিয়া কাপেও আম্পায়ারিং করেন তিনি। ডাম্বুলায় গত বছর শ্রীলঙ্কা-ভারত ফাইনালে জেসি ছিলেন আনফিল্ড আম্পায়ার। ১৮ জানুয়ারি পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের। ২ ফেব্রুয়ারি ফাইনাল। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল এবং স্কটল্যান্ড।
নারী বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পেয়ে খুশি জেসি। তিনি বলেন, প্রথমবারের মতো এত বড় আয়োজনে আম্পায়ারিং করব। যা আমি ভাবতেও পারছি না। ‘আমার পরিকল্পনায় রয়েছে স্বচ্ছভাবে ম্যাচ পরিচালনা। যাতে আগামীতে আরও বড় আসরে ডাক পেতে পারি।’