সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের বিকল্প নেই বাংলাদেশ নারী দলের। এ সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে এখন। সেন্ট কিটসের বেসেটেরেতে প্রথম ওয়ানডে ৯ উইকেটে হেরে সরাসরি বিশ্বকাপ খেলার পাইপলাইন থেকে ছিটকে পড়েছিল। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে ক্রিকেট খেলে সিরিজে সমতা আনেন নিগাররা। দ্বিতীয় ওয়ানডেতে বোলারদের দাপুটে বোলিংয়ে ৬০ রানে জিতে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন টিকিয়ে রেখেছে। এজন্য আগামীকাল রাতে তৃতীয় ওয়ানডে জিততেই হবে নিগার বাহিনীকে। জিতলেই ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আট দলের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে চলতি বছর ভারতে। এ জয়ে বাংলাদেশের পয়েন্ট ২৩ ম্যাচে ২১। নিউজিল্যান্ডের পয়েন্ট ২৪ ম্যাচে ২১। তবে রানরেটে নিউজিল্যান্ড এগিয়ে। বিশ্বকাপ খেলতে এজন্য শুক্রবার জিততেই হবে নিগারদের। বাংলাদেশের রানরেট -০.৬০৮ এবং নিউজিল্যান্ডের রানরেট ০.১২৯।
প্রথম ওয়ানডে হেরেছিল ১৯৮ রান করে। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ১৮৪ রান করেও ৬০ রানের জয় পায় বাংলাদেশ। নিগার বাহিনীকে জয় উপহার দেন দলের তিন স্পিনার রাবেয়া খাতুন, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন। নিগার বাঁহাতি স্পিনার এবং রাবেয়া ও ফাহিমা লেগ স্পিনার। তিন স্পিনার একত্রে নেন ৭ উইকেট। ম্যাচসেরা নাহিদার স্পেল ছিল ১০-০-৩১-৩। রাবেয়ার স্পেল ৮-০-১৯-২ এবং ফাহিমার স্পেল ৫-০-১৭-২। এ ছাড়া পেসার মারুফা আক্তারও দারুণ বোলিং করেছেন। তার স্পেল ৮-০-৩৫-২। নিগার বাহিনীর সাঁড়াশি আক্রমণে ১৮৫ রানের টার্গেটে ক্যারিবীয় বাহিনী ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট হয়। দলটির পক্ষে উইকেটরক্ষক ব্যাটার শিমাইন ক্যাম্পবেল ২৮। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৮.৫ ওভারে ১৮৪ রান করে বাংলাদেশের মেয়েরা । দলটির পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক নিগার। ১২০ বলের ধীরলয়ের ইনিংসটিতে ছিল পাঁচটি চার। ৫২ ওয়ানডেতে এটা তার পঞ্চম হাফ সেঞ্চুরি। অধিনায়ক ছাড়া ম্যাচে সোবহানা মুস্তারি ২৩, স্বর্ণা আক্তার ২১, ফারজানা হক ১৮, মুর্শিদা খাতুন ১২, শারমিন আক্তার ১১ রান করেন। নারী দলের গোটা ইনিংসে একমাত্র ছক্কা মারেন সোবহানা মুস্তারি। চার মারেন ১৪টি।
এই জয়ে সিরিজ জেতার হাতছানি দিচ্ছে নিগারদের। দেশের বাইরে বাংলাদেশ এর আগে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল। শুক্রবারের দিবাগত রাতের ম্যাচটি যদি জিতে যান নিগাররা, তাহলে নিউজিল্যান্ডকে টপকে সরাসরি বিশ্বকাপ খেলবেন। যদিও বিশ্বকাপের সমীকরণ মাথায় নিয়ে সিরিজ খেলছেন না নিগাররা। ম্যাচ বাই ম্যাচ খেলছেন। ম্যাচ জয়ের পর নিগার বলেন, সতীর্থদের আত্মবিশ্বাসের অভাব ছিল না, ‘প্রথমত, আমি মনে করি যে, দলের বিশ্বাস ছিল। যদিও রানটা কম ছিল। এসব উইকেটে দুই শর বেশি রান না করলে বোলারদের জন্য কাজটা অনেক কঠিন হয়। আমরা যখন মাঠে নামি, এর আগেই বলছিলাম যে, সবাই যেন জয়ের বিশ্বাস রাখি। কারণ আমরা যদি জায়গায় বল রাখতে পারি, পরিকল্পনা অনুযায়ী সময়মতো উইকেট নিতে পারি, তাহলে জেতা সম্ভব।’
শেষ ওয়ানডে জিতলেই সরাসরি ওয়ানডে বিশ্বকাপ। এমন সমীকরণ নিয়ে অধিনায়ক নিগার বলেন, ‘সমীকরণের চিন্তা এখনো করছি না। প্রথম ম্যাচ হারের পরের দিনই দল ঘুরে দাঁড়িয়েছে, এটাই গুরুত্বপূর্ণ। এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। দুটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মোমেন্টাম। দল সেটা পেয়েছে। আমাদের চেষ্টা থাকবে সিরিজ জয়ের।’
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৮৪/১০, ৪৮.৫ ওভার (ফারজানা হক ১৮, মুর্শিদা খাতুন ১২, শারমিন আক্তার ১১, নিগার সুলতানা ৬৮, সোবহানা মুস্তারি ২৩, স্বর্ণা আক্তার ২১। ডটিন ৬-১-৮-১, ফ্রেজার ৪-০-২৫-১, অ্যালেইন ৫.৫-০-২৪-৩, ফ্লেচার ১০-১-৩৬-১, রামহারাক ১০-০-৩৩-৪)।
ওয়েস্ট ইন্ডিজ : ১২৪/১০, ৩৫ ওভার (ম্যাথিউস ১৬, ক্যাম্পবেল ২৮, অ্যালেইন ১৫, ফ্রেজার ১৮*, রামহারাক ১৩। মারুফা আক্তার ৮-০-৩৫-২, নাহিদা আক্তার ১০-০-৩১-৩, রাবেয়া খান ৮-০-১৯-২, ফাহিমা ৫-০-১৭-২)।
ফলাফল : বাংলাদেশ ৬০ রানে জয়ী। ম্যাচসেরা : নাহিদা আক্তার