হিউমান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (হার্ডকো) ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বসুন্ধরায় নিজস্ব স্কুল প্রাঙ্গণে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় ২০২৫ সালের প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও হার্ডকোর পরিচালক গোলাম মুস্তাফা। সকালে তিনি বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এ সময় স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান ও অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ পর্ব শেষ হওয়ার পর ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয়। পাশাপাশি ছিল ছাত্র-ছাত্রীদের মনোরম সাংস্কৃতিক আয়োজন। প্রতিযোগিতায় মোট চারটি ইভেন্টের আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে বিভিন্ন ১২০টি পুরস্কার প্রদান করা হয়।
স্কুলের অধ্যক্ষ ও প্রধান অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।