আর্মি পরিবারের সন্তান ১৭ বছর বয়সি জারিফ আবরার। মা সাবিহা শবনম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। ছেলেকে পড়াশোনায় মন দিতে বললেও শেষ পর্যন্ত টেনিসকে ধ্যানজ্ঞান করেন জারিফ। এতে অবশ্য বাবা মেজর (অব.) সাজমুল হকের আশকারাই ছিল। তিনি খেলতেন আর্মি ফুটবল (অধিনায়ক), টেনিসসহ বিভিন্ন খেলা। বাবার কাছেই ২০১৫ সালে হাতেখড়ি তার। বাবার খেলা দেখে টেনিসের প্রতি তার আগ্রহ তৈরি হয় বলে জানান বর্তমানে যুক্তরাষ্ট্রে টেনিস নিয়ে পেশাদার প্রশিক্ষণরত এ তারকা। প্রথমে বাধা দিলেও শিক্ষক মা মেনে নিয়েছেন ছেলের ভবিষ্যৎ। জারিফ জানান, প্রশিক্ষণের পাশাপাশি পড়ালেখাও করছেন অ্যাসেলাস একাডেমির এক্স গ্রেডে। তবে টেনিস শেখাই তার মুখ্য। ২০২৩ সাল থেকে ‘হোবসন পারফরম্যান্স টেনিস একাডেমি’তে অ্যাসলে হোবসনের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন। হোবসন তাকে পর্যবেক্ষণ করে ডেকে নিয়েছেন। জারিফ বলেন, ‘আমার বায়োডাটা দেখে তিনি আগ্রহী হন। বিভিন্ন পজিশনের শট ভিডিও করে পাঠাতে বললে আমি পাঠালে তিনি আমাকে যুক্তরাষ্ট্রে যেতে বলেন।’ তার প্রথম কোচ বিকেএসপির শরিফুল ইসলাম টিংকু। জারিফ ২০২০-২২ সাল পর্যন্ত বয়সভিত্তিক জাতীয় টেনিস প্রতিযোগিতায় আটবারের চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কায় জুনিয়র ডেভিস কাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৬ খেলার মাধ্যমে আন্তর্জাতিক টেনিসে যাত্রা করেন। এরপর এশিয়ান জুনিয়র টেনিসের দ্বিতীয় রাউন্ড, আইটিএফ ডেভিস কাপ জুনিয়রে ছয় দেশকে হারিয়ে অপরাজিত ও জুনিয়র ওয়ার্ড টেনিস সিরিজে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউএসটিএ কমপিটিশন বয়েজ-১৬ সিঙ্গেলে (ক্লে কোর্ট একবারসহ) চারবার চ্যাম্পিয়ন হন ডান হাতি এ বাংলাদেশি তারকা। ইউএসটিএ কমপিটিশন বয়েজ-১৮ সিঙ্গেলের একবারের রানারআপ তিনি। তার ইউনিভার্সেল টেনিস র্যাংকিং ৯.২৩ (সিঙ্গেল)। সম্প্রতি বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত জাতীয় টেনিস প্রতিযোগিতায় পুরুষ এককে জারিফ চ্যাম্পিয়ন হন। পছন্দ নোভাক জকোভিচকে। দেখা না হলেও দ্রুতই তার সঙ্গে দেখা করতে চান বাংলাদেশি এ খুদে তারকা। ছেলের সফলতার মাধ্যমে টেনিস অঙ্গনে বাংলাদেশের নাম উঠে আসার সম্ভাবনার কথা জানিয়ে সাজমুল হক বলেন, ‘এ প্রশিক্ষণ অত্যন্ত ব্যয়সাপেক্ষ। আন্তর্জাতিক পর্যায়ে উন্নত প্রশিক্ষণের জন্য প্রয়োজন বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সরশিপ। কারণ ব্যক্তিগতভাবে একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষে এ ব্যয় বহন করা দুরূহ।’
শিরোনাম
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
টেনিসে স্বপ্ন দেখাচ্ছেন জারিফ আবরার
আখলাকুল আম্বিয়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর