সমাজতান্ত্রিক ভিয়েতনাম সরকারের আমন্ত্রণে দেশটির উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী।
বুধবার সকালে ভিয়েতনামের রাষ্ট্রীয় প্যারেড অনুষ্ঠানে ভিআইপি অতিথি হিসেবে যোগ দেন তিনি।
আজকের প্যারেড অনুষ্ঠানে ভিয়েতনামের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকসহ দেশ-বিদেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দক্ষিণ ভিয়েতনামের স্বাধীনতা এবং দেশটির জাতীয় ঐক্য দিবসের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে দেশটির হো চি মিন সিটিতে ২৯-৩০ এপ্রিল ব্যাপী এ বিরাট রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিয়েতনামের সরকার ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান উদযাপিত হচ্ছে।
সমাজতান্ত্রিক ভিয়েতনামের রাষ্ট্রপতি এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড তো লাম অনুষ্ঠানে মূল বক্তব্য উত্থাপন করেন। অনুষ্ঠানের ঘোষণায় বলা হয়, সাম্রাজ্যবাদ এবং নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির এ আয়োজন এক শক্তিশালী বার্তা দিচ্ছে। সেটি হলো, এশিয়ার নিপীড়িত জনগণ আজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য প্রস্তুত। আগ্রাসন, যুদ্ধ এবং সহিংসতা আজ সাধারণ জনগণের প্রতিরোধে সম্মুখীন। এ সংগ্রামে জনগণের জয় অবধারিত।
গতকাল মঙ্গলবার হাসান তারিক বিদেশি অতিথিদের সম্মানে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন।
বিডি প্রতিদিন/কেএ