সাদা পোশাক ও লাল বলের টেস্ট ক্রিকেটের বয়স ১৪৮ বছর। ১৮৭৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড প্রথম টেস্ট খেলেছিল। সেই শুরু। এরপর সময়ের পরিক্রমায় ২০২৭ সালে টেস্ট ক্রিকেটের দেড় শ বছর পূর্তি হবে। ১৫০ বছরের ঐতিহাসিক টেস্ট ম্যাচটির আয়োজক অস্ট্রেলিয়া এবং ভেন্যু মেলবোর্ন। ঐতিহাসিক টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে এখন থেকেই নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মেলবোর্নে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। দিবা-রাত্রির টেস্টটি হবে গোলাপি বলে। ফ্লাডলাইটে টেস্ট খেলার আয়োজন করার বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া পরিকল্পনা নিয়েছে, অতিরিক্ত দর্শক টানতে। দেড় শ বছরের টেস্ট হবে ১৫ মার্চ, ২০২৭ সালে। ১৮৭৭ সালের ১৫ মার্চ প্রথম টেস্ট হয়েছিল মেলবোর্নে এবং ৪৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান, ১৬৫। ১৯৭৭ সালে অনুষ্ঠিত হয় সেন্টেনারি টেস্ট। ১০০ বছরে টেস্টটি হয়েছিল মেলবোর্নে। সেবারও ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পরস্পরে বিপক্ষে ১ ও ১০০ বছরের টেস্ট খেলেছে এবং ১৫০ বছরের টেস্ট খেলবে। সেন্টেনারি টেস্টে অস্ট্রেলিয়ার পক্ষে রডনি মার্শ ১১০ ও ইংল্যান্ডের ডেরেক র্যান্ডেল ১৭৪ রান করেছিলেন। দেড় শ বছরের টেস্ট আয়োজন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ (সিইও) টড গ্রিনবার্গ বলেন, ‘এমসিজিতে ১৫০তম বার্ষিকীর টেস্টটা ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট হতে যাচ্ছে। ফ্লাডলাইটের নিচে খেলাটা হবে আমাদের সমৃদ্ধ, ঐতিহ্য ও টেস্ট ক্রিকেটের আধুনিক রূপের উদ্যাপন। দারুণ এই উপলক্ষে বেশি মানুষের উপস্থিতিও নিশ্চিত করবে।’
শিরোনাম
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
- রাজশাহীতে রেললাইনের পাশে পড়েছিল শ্রমিকের মরদেহ
- হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার
- শিক্ষার্থীদের ৫০০ টাকায় বিটিসিএলের ১৫ এমবিপিএস ইন্টারনেটে