২০২৪-২৫ মৌসুমের ফুটবল আসর শেষ হতে চলেছে। ২৯ মে পেশাদার লিগে পর্দা নামার সঙ্গে সঙ্গে আরেকটি মৌসুমের পরিসমাপ্তি ঘটবে। একদিনের চ্যালেঞ্জ কাপ ফাইনালের মাধ্যমে ঘরোয়া আসরের পর্দা ওঠে। ফেডারেশন কাপও সফলভাবে শেষ হয়েছে। চলছে দেশের ফুটবলে সবচেয়ে মর্যাদার আসর বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আগামীকাল লিগের ১৩তম রাউন্ড। বসুন্ধরা কিংস অ্যারিনায় ঢাকা আবাহনী অ্যাওয়ে ম্যাচ খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে। বিকাল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে। এটি চলতি মৌসুমে দুই দলের চতুর্থ দেখা। তিন দিনের ব্যবধানে দুই দল দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে। ২২ এপ্রিলও ফেডারেশন কাপ ফাইনালে দুই দল লড়েছিল। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। প্রথমার্ধের ১৫ মিনিট খেলা হলেও আলোর স্বল্পতায় শেষ ১৫ মিনিট খেলা হয়নি।
বাকি ১৫ মিনিট হয় গত মঙ্গলবার। ম্যাচ টাইব্রেকারে গড়ালে বসুন্ধরা জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়। মৌসুমে দুই ট্রফি জিতলেও লিগে কিংসের অবস্থা মজবুত নয়। মোহামেডানের চেয়ে ১০ ও আবাহনী থেকে ছয় পয়েন্ট পিছিয়ে কিংসের অবস্থান তিনে। আবাহনী ১২ ম্যাচে ২৭ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে। যেখানে সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে মোহামেডান। কিংস অ্যারিনায় হাইভোল্টেজ ম্যাচ হলেও কিংসের চেয়ে আবাহনীর কাছে দিনটির গুরুত্ব অনেক। কেননা আগামীকাল বিকাল ৩টা ৪৫ মিনিটে কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা মোহামেডান হোম ম্যাচ খেলবে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে। কুমিল্লায় মোহামেডান জিতলে আর কিংস অ্যারিনায় আবাহনী হারলে ৭ পয়েন্টে এগিয়ে শিরোপার আরও কাছে চলে যাবে সাদা-কালোরা। ড্র করলেও ব্যবধান ছয় পয়েন্ট। আবার আবাহনী জিতলে মোহামেডান হার বা ড্র করলেই হৃদয়রাও শিরোপার কাছে এসে পড়বে। শুক্রবার দুই ম্যাচেই চেয়ে থাকবে ফুটবলপ্রেমীরা।