আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার ব্রেন্ডন টেইলর। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষ করেছেন তিনি। এবার ক্রিকেটে ফিরতে বাধা নেই। ৭ আগস্ট থেকে শুরু হবে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। এই ম্যাচেই ফিরবেন টেইলর। এমনটাই জানিয়েছেন জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক ক্রেইগ আরভাইন। ৩৯ বছর বয়সি টেইলরকে দলে পেয়ে বেশ আনন্দিত জিম্বাবুয়ে অধিনায়ক। তিনি বলেন, ‘দ্বিতীয় টেস্টে তাকে অবশ্যই পাওয়া যাবে।’
তাকে দলে পেয়ে আমি রোমাঞ্চিত।’