শিক্ষাঋণের পরিমাণ ২০ শতাংশ হ্রাস করে একটি আইন পাস করেছে অস্ট্রেলিয়া। এতে ৩০ লাখেরও বেশি শিক্ষার্থীর মোট ১০ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ মওকুফ হবে।
বৃহস্পতিবার শিক্ষাঋণ ২০ শতাংশ মওকুফ করে আইন পাস করেছে অস্ট্রেলিয়া।
সিডনি থেকে এএফপি জানায়, অস্ট্রেলিয়ায় অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বা অন্যান্য উচ্চশিক্ষা গ্রহণের জন্য সরকারি ঋণ নিয়ে থাকেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফি দ্রুত বাড়তে থাকায় একটি সাধারণ স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে বছরে প্রায় ২৫ হাজার মার্কিন ডলার খরচ হয়। এটি শিক্ষার্থীদের ওপর ঋণের বিশাল বোঝা চাপিয়ে দেয় এবং তা পরিশোধ করতে বহু দশক সময় লেগে যায়।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ চলতি বছরের সাধারণ নির্বাচনে জীবনযাত্রার ব্যয় হ্রাসের একটি প্রধান পদক্ষেপ হিসেবে শিক্ষাঋণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এক বিবৃতিতে তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সংসদে ফিরে শিক্ষাঋণ কমানোই হবে আমাদের প্রথম কাজ এবং আমরা তা-ই করেছি। শিক্ষা গ্রহণ মানেই যেন সারা জীবনের ঋণের বোঝা বহন না হয়।
আলবানিজ বলেন, এ ব্যবস্থার ফলে গড় শিক্ষাঋণ ১৮ হাজার মার্কিন ডলার থেকে প্রায় ৩ হাজার ৫০০ ডলার হ্রাস পাবে।
সূত্র : এএফপি ও রয়টার্স
বিডি-প্রতিদিন/বাজিত