জর্ডানের এক পাইলটকে পুড়িয়ে হত্যার দায়ে এক সুইডিশ নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
ওই পাইলটকে ২০১৫ সালে সিরিয়ায় একটি খাঁচায় জীবন্ত পুড়িয়ে হত্যা করে আইএসআইএস।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক লিলজেনবার্গ গুলেসগো এক বিবৃতিতে বলেছেন- আসামির নাম ওসামা ক্রায়েম। ভুক্তভোগীর নাম মুয়াথ আল কাসাসবেহ।
এদিকে ২০১৫ ও ২০১৬ সালে প্যারিস ও ব্রাসেলসে হামলার অভিযোগে ইতোমধ্যে ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছে ক্রায়েম। স্টকহোমে তাকে বিচারের মুখোমুখি করার জন্য সুইডেন থেকে ফ্রান্সে পাঠানো হয়। ক্রায়েম অবশ্য দাবি করেছেন, তিনি সজ্ঞানে ওই অপরাধ করেওনি। তার আইনজীবীও অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
২০১৪ সালের ২৪ ডিসেম্বর রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্সের একটি বিমান সিরিয়ায় বিধ্বস্ত হয়। ওই দিনই বিমানের পাইলটকে আটক করে আইএসআইএল (আইএসআইএস) সশস্ত্র গোষ্ঠী। এরপর ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি তাকে পুড়িয়ে হত্যা করা হয়। সূত্র: আল-জাজিরা, বিবিসি
বিডি প্রতিদিন/একেএ