বগুড়া সদর উপজেলা যুবদলের সভাপতি অতুল চন্দ্র দাসের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বগুড়া শহরে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা হারুন উর রশিদ, আহসান হাবিব মমি, আদিল শাহরিয়ার গর্কি, সোহাগ এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে, বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাট এলাকায় অতুল চন্দ্র দাসের ওপর হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ‘এই হামলা পূর্বপরিকল্পিত। আমরা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, ‘হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’
বিডি প্রতিদিন/জামশেদ