দারুণ ছন্দে রয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স করছেন। দুই ফরম্যাটে টাইগারদের অন্যতম ভরসা এখন তিনি। অথচ টি-২০ ফরম্যাটে তাঁর ওপর আস্থা রাখেনি গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল। টি-২০ ফরম্যাটে অবশ্য তাঁর পরিসংখ্যানও সমৃদ্ধ নয়। সেজন্য সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজে সুযোগ পাননি মিরাজ। শুরুতে খেলার সুযোগ ছিল না পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজেও। ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় হঠাৎ পাকিস্তান সিরিজে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার মিরাজ। সুযোগ পেয়েছেন বাঁ হাতি ব্যাটার সৌম্য সরকারের পরিবর্তে। সৌম্য আমিরাত গিয়েছিলেন। পিঠের ইনজুরির জন্য একটি ম্যাচও খেলেননি। শারজায় শেষ টি-২০ ম্যাচ খেলার কথা ছিল সৌম্যর। কিন্তু ইনজুরির জন্য সুযোগ হয়নি। এমআরআই করে দেখা গেছে, আরও ১০-১২ দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এজন্য পাকিস্তান সিরিজ খেলা হবে না। সৌম্যর ডান পিঠের ইনজুরি নিয়ে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘চিকিৎসা পর্যালোচনার পর দেখা গেছে চোট কাটিয়ে মাঠে ফিরতে সৌম্যর অন্তত ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন।’ ফলে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজে তাঁকে পাওয়া যাবে না নিশ্চিতভাবেই।
স্কোয়াডে থাকার পরও ইনজুরির জন্য খেলতে পারছেন না সৌম্য। তাঁর শূন্যস্থান পূরণ করছেন মেহেদি মিরাজ। পাকিস্তান-ভারত যুদ্ধে ‘ট্রমাটাইজড’ পেসার নাহিদ রানা সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন। তাঁর জায়গায় অবশ্য কাউকে পাঠাচ্ছে না বিসিবি। যুদ্ধের সময় নাহিদ ও রিশাদ হোসেন পাকিস্তানে অবস্থান করছিলেন পিএসএল খেলতে। মিরাজ এখন পাকিস্তানে অবস্থান করছেন। পিএসএলে লাহোর কালান্দার্সের পক্ষে খেলতে তিনি লাহোরে। গতকাল রাতে এলিমিনেটর পর্বে করাচি কিংসের বিপক্ষে খেলার কথা ছিল তাঁর। সঙ্গী হিসেবে কালান্দার্সে রয়েছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। টাইগার লেগ স্পিনার অবশ্য দুই প্রতিবেশীর যুদ্ধে পিএসএল বন্ধ হওয়ার আগে লাহোর কলান্দার্সের পক্ষে খেলে ৮ উইকেট নিয়েছেন। গতকালের এলিমিনেটর ম্যাচটি খেলার জন্য দলের সঙ্গে যোগও দিয়েছেন। সাকিব গ্রুপ পর্বের একটি ম্যাচ খেলেছেন লাহোরের পক্ষে। আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে লিটন বাহিনী এখন দুবাইয়ে অবস্থান করছে। আজ ও আগামীকাল দুই দিন দুবাইয়ে অনুশীলন করবেন টাইগাররা। এরপর পাকিস্তান উড়ে যাবেন। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে লিটন বাহিনী। ম্যাচ তিনটি যথাক্রমে ২৮ ও ৩০ মে এবং ১ জুন। সব ম্যাচই হবে লাহোরে। খেলাগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। বাংলাদেশ সর্বশেষ টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে। তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল লাহোরে। সিরিজটি পাকিস্তান জিতেছিল ২-০ ব্যবধানে। একটি ম্যাচ শুরুর আগেই বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দুই দল এখন পর্যন্ত ম্যাচ খেলেছে ১৯টি। বাংলাদেশের তিন জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ১৬টি।
মিরাজ টাইগারদের পক্ষে সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। লিটনের নেতৃত্বে টি-২০ সিরিজটি জিতেছিল বাংলাদেশ। ওই সিরিজের পর মিরাজ মিস করেছেন আমিরাত সিরিজ। অফ স্পিন অলরাউন্ডার ক্যারিয়ারে ২৯ টি-২০ ম্যাচে ৩৫৪ রান করেন। উইকেট নেন ১৪টি। সৌম্য টি-২০ খেলেছেন ৮৭টি। রান করেছেন ১৪৬২।
বাংলাদেশের টি-২০ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলি অনীক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।