লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের খুব কাছে থেকে দেখেছেন হান্নান সরকার। জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান এক সময় টাইগারদের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন। এখন পেশাদার কোচ। তার কোচিংয়ে আবাহনী ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জিতেছে। তিনি খুব কাছ থেকে জাতীয় দল ও ক্রিকেটারদের চেনেন ও জানেন। বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ শুরু আজ। লাহোরে আজকের ম্যাচ ও সিরিজ নিয়ে লিটন বাহিনীর সম্ভাবনার কথা বলেছেন হান্নান। জানিয়েছেন সিরিজে টাইগারদের সম্ভাবনা রয়েছে, ‘টি-২০ ক্রিকেট বলেই আমি লিটনদের জয়ের সম্ভাবনা দেখছি।’ সাবেক ওপেনার চুলচেরা বিশ্লেøষণ করেন লিটন বাহিনীর পারফরম্যান্সের। আমিরাতের কাছে সিরিজ হারে ক্রিকেটারদের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছে বলেন হান্নান, ‘গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-২০ সিরিজ জিতেছিলাম। আমাদের আত্মবিশ্বাসী করেছিল। আমরা আবার হেরে গেলাম আরব আমিরাতের কাছে। নিঃসন্দেহে এ সিরিজ হার ক্রিকেটারদের আত্মবিশ্বাসে চিড় ধরাবে। তবে এটাও ঠিক ভাগ্য ততটা সহায় ছিল না। আমরা তিনটি ম্যাচেই টস হেরে পরে বোলিং করেছি। শিশিরে বল করতে কষ্ট হয়।’ আমিরাতের কাছে হারলেও পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটাররা নিজেদের মেলে ধরবেন বলেই বিশ্বাস হান্নানের, ‘আমিরাতের বিপক্ষে জিতলে ভালো হতো। হেরেছে বলে ছেলেরা নিজেদের মেলে ধরতে চাইবেন। আমি মনে করি সেরাটাই খেলবে। আমিরাতের বিপক্ষে এক্সপেরিমেন্ট করেছিল টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে সেরা দলটাকেই খেলাবে। যদিও পেস বিভাগে নেই মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। তারপরও ছেলেরা ভালো খেলতে মুখিয়ে আছে।’ বাংলাদেশের সম্ভাবনা দেখলেও সিরিজে পাকিস্তানকে এগিয়ে রেখেছেন হান্নান, ‘ঘরের মাঠ বলে পাকিস্তান সুবিধাজনক অবস্থানে থাকবে। তার ওপর মাত্রই পিএসএল খেলল। টি-২০ ফরম্যাটের সঙ্গেই আছে দেশটির ক্রিকেটাররা। তারপরও আমি বলব পাকিস্তান কিছুটা হলেও চাপে থাকবে।’
শিরোনাম
- হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার