গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রেক্ষাপটে।
স্টারমার জানিয়েছেন, ইসরাইল যদি গাজায় সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, যুদ্ধবিরতিতে সম্মত না হয় এবং দীর্ঘমেয়াদে টেকসই শান্তির প্রতিশ্রুতি না দেয়, তাহলে যুক্তরাজ্য সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যাতে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ পুনরুজ্জীবিত হয়।
যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাইস-প্রেসিডেন্ট হুসেইন আল-শেইখ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, বৈধতা এবং ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি প্রতিশ্রুতির পুনঃনিশ্চয়ন।
তিনি আরও বলেন, ব্রিটেনের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এদিকে, ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘোষণার প্রশংসা করে একে ‘একটি সাহসী পদক্ষেপ’ বলে উল্লেখ করেছে।
বিডি-প্রতিদিন/শআ