২০০২ সালে শেষবার বিশ্বকাপের ট্রফি জিতে ব্রাজিল। এরপর শুধুই হতাশা আর দুঃস্বপ্নে ভরা। এবার সেই দুঃসময়ের আঁধার কাটিয়ে সুদিনের স্বপ্ন দেখছে সেলেকাওরা। চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নাম ঘোষণা করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। বিশ্বের সেরা দলকে কোচিংয়ের দায়িত্ব পেয়ে তিনি গর্বিত ও সম্মানিত জানিয়ে বলেন, ‘অনেক বড় দায়িত্ব আমার সামনে। বিশাল চ্যালেঞ্জ। দলটির সঙ্গে আমার বিশেষ এক সংযোগ ছিল সবসময়ই। আমরা সবাই মিলে কাজ করব ব্রাজিলকে আবার চ্যাম্পিয়ন করে তুলতে।’ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে চারে ব্রাজিল। শীর্ষ ছয়টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপ খেলবে। আগামী ৬ জুন ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে আনচেলত্তির অভিযান। পাঁচ দিন পর প্রতিপক্ষ প্যারগুয়ে। এ লক্ষ্যে ইনজুরিতে থাকা নেইমারকে ছাড়াই দল ঘোষণা করেছে ব্রাজিল।
তবে তার মান ও তার ওপর ভরসার কথা জানিয়েছেন আনচেলত্তি।